
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২১, ৫:৫৬ পি.এম
কবিতাঃ মাটির মানুষ

কবিঃআনোয়ারুল ইসলাম(আনোয়ার)
মাটির মতন হৃদয় আমার
-আমার, মাটিতেই বসবাস,
মাটির মতন হলেই খাঁটি
-আমার সার্থক জনমভর।
সহজ সরল হৃদয় আমার,
-ফুলের মতন মন,
নিজের চাইতে সবার কথা
-আমি ভাবি সারাক্ষন।
আমি হলাম মাটির মানুষ
-সর্ব লোকে কয়,
মাটির মতন খাঁটি জিনিস
-এই দুনিয়াতে নাই।
মাটি দিয়ে তৈরি আমি
-মাটিতে যাব মিশে,
লোভ লালসা হিংসা বিদ্বেষ
-সব কিছু যে মিছে।
দিন দুনিয়ার বড়াই আমরা,
-করবো নাকো ভাই,
শুধুই নিজেকে নয়, সবার কথা
-আমরা ভাবিব সবাই।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.