
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২১, ১:২৮ পি.এম
কবিতাঃ“রুশির স্মৃতি” কবিঃ আনোয়ারুল ইসলাম (আনোয়ার)

রুশির ব্যাথা বুঝল না কেউ-
ধূলির ধরায় গাঁয়
বিষাদ মাখা মলিন মুখে-
করুণ চোখে চায়।
হাস্য হেসে বিশ্ব ভূলায়-
নিঃস্ব মানবের,
গানের সুরে জোয়ার জাগে-
আজকে হৃদয়ের।
নৃত্যে এমন সিক্ত হলো-
ভক্তি গেল বেড়ে,
যে জন মোরে বাসলো ভালো-
তারে কেমনে যাব ছেড়ে?
অতৃপ্ত মন তৃ্প্ত হলো-
কেড়েই নিল সব-ই,
পাষাণ বুকে অমর হলো
আজকে রুশির স্মৃতি!!!
Copyright © 2025 News All Time 24. All rights reserved.