August 24, 2025, 1:58 am
Logo
শিরোনামঃ
বাঘায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে শতাধিক  পানিবন্দী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবাবগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নবাবগঞ্জে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করলেন আনোয়ারুল ইসলাম নবাবগঞ্জে সাংবাদিক রোকনের পিতার ইন্তেকাল র‍্যাব-৫ এর এফএস সদস্যকে বিতর্কিত করতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেলন অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভার স্ব-আসনে বনগাঁও ইউনিয়ন পুনঃবহাল রাখতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী সাভারের আমিন বাজারে বারবার গ্যাস সংকট, অনতিলম্বে গ্যাস সংযোগ প্রদানের জন্য এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

এস এল এ মানবাধিকার সংস্থার মানবাধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি 201
নিউজ আপঃ Wednesday, December 11, 2024
সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা আয়োজন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন সাভার উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকার। পরে তিনি মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে একটি মানববন্ধন শেষে ‘সমান অধিকার, সমান সুযোগ-মানবতার ভিত্তি’ এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে. এইচ রানা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অনিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন খান নঈম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মেহেদী রানা শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংস্থার কার্যক্রম তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি মোঃ জে এইচ রানা বলেন, নিজের অধিকার আদায়ের সঙ্গে সঙ্গে অন্যের অধিকার নিশ্চিত করা উচিত। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানবাধিকার কথাটি একটি গণ্ডি সীমার ভিতরে অবস্থান করছে এটাকে বের করতে হবে মুক্তির মাধ্যমে। এই দিবসকে স্মরণ করিয়েদে আমরা এখনো স্বাধীন নয় পরাধীন। এই ব্যাপারে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে মানবাধিকার কে মুক্তি আনতে হবে।

এ সময় নির্ভিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক (সাভার) মতিউর রহমান ভান্ডারী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার শরিফ রুবেল, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার (সাভার) সোহেল রানা, বেসরকারি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি (সাভার) সৈয়দ হাসিবুন নবী রাজুকে সম্মাননা স্মারক এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৮ সাল থেকে এই দিবসটি পালন করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share