July 12, 2025, 5:31 pm
Logo
শিরোনামঃ
বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

এলিয়েনের সংস্পর্শে অন্তঃসত্ত্বা! যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরে প্রতিবেদন জমা

ডেস্ক রিপোর্ট 522
নিউজ আপঃ Sunday, April 10, 2022

ভিনগ্রহের যান বা এলিয়েন সম্পর্কে নানা সময়ে বহু কথাই শোনা যায়। যদিও আজ পর্যন্ত এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তাই বলে সেই যান থেকে বেরিয়ে আসছে অহরহ ভিনগ্রহী এলিয়েন, আর নারীদের ধর্ষণ করে চলে যাচ্ছে! যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে বহু নারী!

 

এমন আজব কথা এর আগে কখনো শোনা যায়নি। কিন্তু এটাই শোনা যাচ্ছে! তাও আবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরে জমা পড়া এক প্রতিবেদনে!

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনগ্রহীরা মানুষের সঙ্গে যৌনসম্পর্ক করছে, তাদের ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা এবং এর ফলে গর্ভবতী হয়ে পড়েছেন বহু সংখ্যক মার্কিন নারী।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য সান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থার তরফে পেন্টাগনের কাছে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। যার নাম ‘Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues’। সেখানেই এই বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে।

 

বিষয়টি নিয়ে একটি তালিকাও তৈরি করেছে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা এমইউএফওএন। ভিনগ্রহীদের দ্বারা মানুষ কীভাবে আক্রান্ত হতে পারে, তারই তালিকা দেয়া হয়েছে সেখানে।

 

কী কী রয়েছে সেই তালিকায়:

অপহরণ
যৌন মিলন
বলপূর্বক যৌন মিলন বা ধর্ষণ
টেলিপ্যাথির মাধ্যমে মানুষের মনের ওপর দখল নিতে পারে ভিনগ্রহীরা
মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তে পৌঁছেও দিতে পারে তারা
এই পাঁচটি আশঙ্কার কথা বলা হয়েছে তালিকায়।

 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভিনগ্রহীদের সামনে পড়লে প্রত্যক্ষদর্শীরা নানাভাবে আহত হতে পারেন। শরীর পুড়ে যেতে পারে, মস্তিষ্কের সমস্যা হতে পারে, স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘অদ্ভুত যানের সংস্পর্শে আসার পর মানুষ আহত হয়েছেন, এমন উদাহরণ পাওয়া গেছে।’

প্রতিবেদনটি ছিল প্রায় দেড় হাজার পাতার। পেন্টাগনের গোপন বিভাগ, যারা ভিনগ্রহীদের নিয়ে কাজ করেন, সেখানে এই প্রতিবেদন জমা পড়েছে বলেই খবরে প্রকাশ।

 

সূত্র- হিন্দুস্তান টাইমস।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share