মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ প্রার্থী। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দিউড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতা এহতেশামুল বার চৌধুরী লিপু।
নির্বাচনকে সামনে রেখে মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার লোকজনদের মধ্যে চলছে নানা আলোচনা।
এ উপজেলাটি আওয়ামী লীগের ঘাটি বলে পরিচিত। ৪ টি চা বাগানের আদিবাসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশাল ভোট ব্যাংক থাকায় মাধবপুর চুনারুঘাট আসন থেকে নৌকা প্রতিক নিয়ে সাবেক সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ২০১৪ সালে সংসদ নির্বাচনে এডভোকেট মাহবুব আলী নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১৮ সাল ৩০ শে ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে এডভোকেট মাহবুব আলী বিশাল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিগত ইতিহাস প্রমান করে এ আসন থেকে যারা নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে নেমেছেন সবাই বিজয় লাভ করেছেন। তবে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরীকে পরাজিত করে জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক ছিল না। এবারের নির্বাচন দলিয় প্রতিকে হওয়ায় নিবাচনের চিত্র ভিন্ন। চা বাগানে রয়েছে নৌকার বিশাল ভোট ব্যাংক। তাছাড়া আতিকুর রহমান তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের আপনজন। জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েও তেমন কোন উন্নয়ন কর্মকান্ড করতে পারেন নি। তাই জনগন এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করে মাধবপুরের উন্নয়ন কর্মকান্ড বেগমান করবেন বলে আশা প্রকাশ করেন।