রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বর্তমান কাউন্সিলর মোশারফ হোসেন লিটন। তিনি আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়ন ফরম জমা দেন। সকালে তার নির্বাচনী ০৯ নং ওয়ার্ড এলাকার রুস্তমপুর বাজারে মনোনয়ন জমা দেওয়া উপলক্ষে শত শত লোক জমায়েত হয়।
এ সময় কাউন্সিলর লিটন সকলের মাঝে মাক্স বিতরন করেন। দুপুরে লিটনের প্রায় তিন শত সমর্থনকারী ও স্থানীয় বয়োবৃদ্ধ লোক সহ গাড়ী বহরে নির্বাচনী আমেজে উৎসব মুখর পরিবেশে যান মনোনয়ন জমা দিতে। কাউন্সিলর লিটন বলেন, জনগণের ভালোবাসায় আমি সিক্ত। আমিও জনগনকে ভালোবেসে তাদের পাশে দাড়াতে চাই। আমি আসন্ন নির্বাচনে জনগনের ভোটে জয়লাভ করলে উন্নয়নের চলমান এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। জনগনের সেবক হয়ে পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম জানান,আসন্ন আড়ানী পৌরসভার নির্বাচনের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে শুরু করেছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারী।
এই বিভাগের আরও খবর....