
নিজস্ব প্রতিনিধি, সাভার, ১৭ জানুয়ারি ২০২৬
সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সাভারের রাজাসন ডেল্টার মোড়ে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান মোঃ জে. এইচ. রানা, ভাইস চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, পরিচালক রায়হান আহমেদ, সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী ফিরোজা আক্তার, প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ নুরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মোঃ জে. এইচ. রানা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মোঃ জে. এইচ. রানা বলেন,
“সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও আমরা আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী ভূমিকা রেখে মানবাধিকার রক্ষায় কাজ করে যাব। সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। গত বছরের কার্যক্রম ও অবদানের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী, শ্রেষ্ঠ সমাজসেবক, শ্রেষ্ঠ রক্তদাতা ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক—এই ক্যাটাগরিগুলোর পাশাপাশি সংস্থার বিভিন্ন স্তরের সকল সদস্যদের মাঝেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে অতিথি ও সদস্যদের মাঝে ২০২৬ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের লাঞ্চের আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথিদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
সবশেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।