রাজবাড়ীর গোয়ালন্দ পদ্মা এলাকায় নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে জেলের জালে ১৬ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়লো । মাছটি সর্বশেষ ১৭০০ টাকা কেজি দরে ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ। পরে সম্রাট ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
জেলে ইসহাক হালদার বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ ছিল। সোমবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দল নিয়ে পদ্মায় ইলিশ ধরতে বের হয়েছিলাম। কিন্তু ইলিশ না পেয়ে ১৭ কেজি ওজনের বড় কাতলা পেয়েছি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকাই কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও জেলেদের জালে বড় বড় রুই, কাতলা, বাগাইড়, চিতল, বোয়াল, পাঙাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।