৫(জুলাই) সোমবার দিবাগত রাতে,ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অনাহার বটতলাগ্রামের ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক এর বাসায় দুধর্ষ চুরিরঘটনা ঘটেছে। চোরেরা বাসার স্টিলের আলমারি ভেঙ্গে সারে ৩ ভরি স্বর্ণ, ৭ ভরি রুপা ও নগদ ১ লক্ষ ১০ হাজার টাকাসহ মোট ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানাযায়, হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের ৯ নং ওয়াডের ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক মিঠুর বসতঘরের দেয়াল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
ভুক্তভোগী ইউপি সদস্য মিঠু বলেন, গত সোমবার দুপুরে খাবার খাওয়ার পর থেকে ঘুমঘুম ভাব লাগে। রাতে বাসায় আসার পর দেখি আমার বৌ ঘুমিয়ে রয়েছে। ধারনা করছি, দুপুরের খাবারের সঙ্গে কিছু নেশাদ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়েছে। এই পর্যন্ত পরপর দুইবার আমার ঘরে চুরি হল। আমি একজন জন প্রতিনিধি । আমার ঘরে এভাবে একের পর এক চুরি হলে সাধারন জন গনের নিরাপত্তা কোথায়।
এ ব্যাপারে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরওঙ্গজেব বলেন, পুলিশঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।