January 15, 2026, 5:39 pm
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ইউপি চেয়ারম্যান মুনার আমলনামা 

স্টাফ রিপোর্টারঃ 617
নিউজ আপঃ Wednesday, October 27, 2021

রাজবাড়ী পাংশার ০৭নং পাট্টা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আর রয়েছে একাধিক মামলা। প্রকল্পের টাকা আত্মসাৎ, এলাকার যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করা, হতদরিদ্রদের চাল বিক্রি করাসহ একাধিক অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে সংবাদ। সাধারণ মানুষকে শারীরিক নির্যাতন এমনকি সাংবাদিক রাকিবুল ইসলাম (রাফি) কে হুমকির পরিপ্রেক্ষিতে থানায় রয়েছে একাধিক মামলা ও জিডি।
প্রাণনাশের চেষ্টা করায় চেয়ারম্যানের নামে জিডি’ এই শিরোনামে ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনার নামে দৈনিক সময়ের কাগজে গত ৮নভেম্বর ২০২০ সালে একটি সংবাদ ছাপা হয়। দৈনিক বাঙালী সময় লিখেছিল, ‘আব্দুর রব মুনা বিশ্বাসের অস্ত্রবাজি ও চাঁদাবাজির অপকর্ম।’ আজকের আলো লিখেছিল, ‘পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান সহ ৩ জনের বিরুদ্ধে মামলা।’ রাজবাড়ীর স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ চেয়ারম্যান মুনা কর্তৃক একটি মাদ্রাসার অধ্যক্ষকে বিপর্যস্ত করার মর্মে একটি সংবাদ প্রকাশ করে। এছাড়াও জাতীয় দৈনিক বাংলা একাত্তর চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের অন্যায় অপকর্মে অস্থির পাট্টা ইউনিয়নবাসী, বিদ্যালয়ের জমি দখল করলেন আব্দুর রব মুনা বিশ্বাসের আত্নীয় এমন অনেক শিরোনামে ছাপানো হয় প্রায় ডজন খানেক সংবাদ।
এছাড়াও পাংশা মডেল থানায় দুজন সাংবাদিককে জীবন নাশের হুমকি দেওয়ায় ইউপি চেয়ারম্যান মুনার নামে রয়েছে দুটি জিডি। শুধু এখানেই শেষ নয়। চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের বিরুদ্ধে পাংশা মডেল থানায় এরকম অনেক জিডি ও মামলা রয়েছে।
পাট্টা ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাস বলেন, ইউনিয়ন পরিষদের আওতাধীন কাজ না করেই বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে চেয়ারম্যান মুনার বিরুদ্ধে।
পাট্টা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা বিশ্বাস বলেন, চেয়ারম্যান মুনা তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকাবাসী কে জিম্মি করে রেখেছে। সাধারণ মানুষ এই সন্ত্রাসীর হাত থেকে মুক্তি চায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন বলেন, তার বিরুদ্ধে অবৈধভাবে ভূমি দখলের বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা আমরা খতিয়ে দেখছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
পাংশা মডেল থানায়ও সত্যতা মেলে তার বিরুদ্ধে থাকা একাধিক মামলা ও জিডির।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share