

সাভার উপজেলার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একতা ভবনে ব্লাশ এন্ড গ্লো বিউটি পার্লারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিউটিশিয়ানদের হাতের ছোঁয়ায় রূপ বদলে যায় নববধূর। এ প্রতিষ্ঠানে আপন মনে সাজুগুজু করার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন মডেল সহ প্রতিবেশী নারীরা এবং অতি যত্ন করে সব বয়সী নারীদের সাজুগুজু করানো হয় এ প্রতিষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বিউটি পার্লারের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম।
অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান জিদনি আক্তার লামিয়া, এ সময় ফিতা কেটে বিউটি পার্লার উদ্বোধন করেন চিত্রনায়িকা তানহা মৌমাছি, ক্ষেয়াঙ্গনের উপস্থাপিকা ও জনপ্রিয় মডেল মারিয়া মিমসহ বিভিন্ন জায়গা থেকে আগত মডেল এবং সাভার ও আশুলিয়ার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।