এম আহসানুর রহমান ইমন: আজ যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আধুনিক বেনাপোল গড়ার রূপকার একজন স্বপ্নদ্রষ্টা বেনাপোল পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব আশরাফুল আলম লিটন এর ছোট মামা এবং পৌর যুবলীগ নেতা মুকুল রহমানের ৩৫ তম জন্মদিন তোমার জন্মদিন। শুনেছি পূর্নিমা রাতে এসেছো তুমি ধরনীর কোলে, সেদিন খুশির হাট বসেছিল তারা’র দেশে। তোমার জন্যে পৃথিবীতে আজ আলোর ধারা, তোমার জন্যে বাগানে আজ ফুলের মেলা, তোমার জন্যে জোনাক জ্বলে পুকুর পাড়ে, তোমার জন্যে কাঁচপোকারা গান গায় সুরে সুরে। দক্ষিণের জানালায় বইছে সুরেলা বাতায়ন, পাখিদের ঠোটে আজ উল্লাসের মাতম।