প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ৪:২১ পি.এম

আজানের সুর আহা! কি সুমধুর,
হিয়াদুলে প্রশান্তিতে মন হয় ব্যাকুল।
পাঁচ ওয়াক্ত নামাজেতে হলে মশগুল,
অনটন ক্লান্তি অবসাদ দুঃখ বেদনা হয়ে যাবে দূর।
ফজরে মোয়াজ্জেমের আযানের সুরে ,
ছুটে চলো মুসলিমগণ মসজিদ প্রাঙ্গণে।
নয় সময় এখন আর ঘুমানোর,
খুলেছে প্রভু তোমার রহমতের দোর।
অলসতা করলে তুমি পড়বে বিপাকে,
শয়তানের কবলে তুমি পাকড়াও হবে।
বিপথগামী হবে তুমি ফজর কাজা করলে,
বঞ্চিত হবে তুমি কল্যাণ সৌভাগ্য লাভে।
দুঃখ দূর হবে না তোমার ইহ জনম ধরে,
অশান্তির দাবানলে ডুববে গহবরে।
সকল কাজে বরকত হতে হবে বঞ্চিত,
রেজেকের পেরেশানি হবে ঘনীভূত।
নামাজ অন্তে জমিনেতে রেজেক তালাশেতে,
উল্লাসে ছড়িয়ে পড় দিগ্বিদিকে।
দেহমন উঠবে তোমার প্রশান্তিতে নেছে,
সুঠাম স্বাস্থ্যের অধিকারী নিরোগ জীবন লাভে।
সকল কাজে বরকতের দুয়ার যাবে খুলে,
অফুরন্ত কল্যাণে তোমার জীবন যাবে ভরে।
কাজের ফাঁকে নামাজেতে মন নিলে বেঁধে,
রবেনা হতাশা জীবন ধন্য প্রশান্তি অর্জনে।
দুশ্চিন্তা দুর্ভাবনায় পড়বেনা বিপাকে,
বিপদ বালা মুসিবতে আল্লাহ সহায় হবে।
রিজিক সবকিছুর ফয়সালা তোমার হবে আসমানেতে,
খোদার বিধান মোতাবেক জীবন পরিচালিত হলে।
ভয় ডর শঙ্কাহীন সৌভাগ্যবান ইহ-পরকালে,
গর্বিত হবে তুমি সুখী সমৃদ্ধ জীবন লাভে।
প্রিয় পাত্র হবে সকলের মান সম্মান অর্জনে ,
শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত জীবন ধন্য হবে।
সকল কাজে খোদা তোমার বন্ধু হয়ে যাবে,
শ্রেষ্ঠ নিয়ামত অনন্ত সুখের জান্নাতের অধিকারী হবে।।