সোনাই নিউজ:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাট ও আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন নৌকার প্রাথীরা। চুনারুঘাটে আব্দুল কাদির লস্কর ও আজমিরীগঞ্জে মর্তুজা হাসান জয়ী হয়েছেন।
রোববার (১০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, চুনারুঘাট উপজেলার আব্দুল কাদির লস্কর ৩৭ হাজার ৪৯ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী তাহির মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২৮৪ ভোট।
আজমিরীগঞ্জে মর্তুজা হাসান ২২ হাজার ২৭২ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী আলাউদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২৮৪ ভোট।