শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
জামাল হত্যা মামলার বাদী ইমরানের বসত বাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় হরিলোট প্রতিবাদে মানববন্ধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা মাদ্রাসার দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অধ্যাপক ফরিদ হাসান ওদুদ -কে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানালেন পাংশাবাসি।

আনোয়ারুল ইসলাম, রাজবাড়ী জেলা প্রতিনিধি: / ২৩৪
নিউজ আপঃ রবিবার, ৬ জুন, ২০২১, ৫:৫০ পূর্বাহ্ন

গতকাল ০৫/০৬/২০২১ ইং শনিবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক ফরিদ হাসান ওদুদ -কে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কার আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের মামলায় রায়ের প্রেক্ষিতে কার্যক্ষমতা ফিরে পাওয়ায় পাংশা পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন এবং পার্শবর্তী কালুখালী উপজেলার শুভাকাঙ্ক্ষী এবং দলীয় ও সমর্থিত নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে অভ্যর্থনা জানায়, জাঁকজমকপূর্ণ ভাবে। এ অভ্যর্থনায় সার্বিক তত্বাবধান করেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, পাংশার আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনের আলোচিতমুখ, পাংশার ভবিষ্যৎ নেতৃত্বের বলিষ্ট কণ্ঠস্বর জনাব ইদ্রিস আলী মন্ডল। শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার ঘটনায় রাজনৈতিক মহল ও পেশাজীবি মহল সরব হয়ে উঠেছে। এবং এ সময় পাংশা বাজার টেম্পু স্টান্ডে অবহেলিত আওয়ামীলীগের নেতাকর্মীরা পথসভার আয়োজন করেন। সভাপতিত্বে বক্তব্য রাখেন ,রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক উক্ত পথসভায় নির্যাতিত উপজেলা কমিটির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আহম্মদ হোসেনের ,রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ(অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম (জাহাঙ্গীর),পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, সাবেক পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইদ্রিস মন্ডল, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক মন্ডল। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, পাট্টা ইউনিয়ন আওয়ামিলীগ যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুছ আলী বিশ্বাস,সরিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর সোবাহান হোসেন, পাংশা উপজেলা যুবলীগের অন্য তম নেতা মারুফ খান সহ স্থানীয় নেতাকর্মী। বক্তারা বলেন, পাংশা উপজেলা পরিষদের একাধিক বার নির্বাচত চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ কে একটি কুচতক্রী মহল জননন্দীত চেয়ারম্যানকে মিথ্যা ও সাজানো অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও তার থেকে খারিজ পেয়েছেন তিনি  শান্তিপূর্ণ পরিবেশে বিশাল মোটর শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল পর্যায়ের নেতা কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বিশাল শোডাউনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে অভ্যর্থনার ঘটনায় রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি মহল সরব হয়েছে। উল্লেখ্য, গত ৫ মে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে গত ২ জুন প্রধান বিচারপতি সহ ৭ জন বিচারপতির বেঞ্চে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ কে সকল অভিযোগ থেকে খারিজ করে দেন।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share