বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
Logo
শিরোনামঃ
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান উপদেষ্টার ঘর উপহার জয়পুরহাটে জামায়াতের মোটরসাইকেল শোডাউন সাভারে জমজমাট ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়ন রাসেল একাদশ নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সাভারে শ্রমিকদের দুর্বল করা কাউকেই যেন রাষ্টীয় পদ বা জনপ্রতিনিধির জায়গা দেওয়া না হয়, আখতার শাহিনুর কবির, ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ফেনীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ গণঅভ্যুত্থানে আহতদের সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

৭ই মার্চ উৎযাপিত হলো নানা আয়োজনের মধ্য দিয়ে 

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি / ১৯২
নিউজ আপঃ রবিবার, ৭ মার্চ, ২০২১

আজ ঐতিহাসিক ৭ মার্চ৷ নানা আয়োজনে রাজবাড়ীর পাংশায় ৭ই মার্চ উৎযাপিত হচ্ছে। উৎযাপিত কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, চিত্রাংকণ, রচনা প্রতিযোগীতা প্রভৃতি।
রবিবার (৭ মার্চ) সকালে উপজেলা শহরের উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন, পৌরসভার নব-নির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আকতার মিনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম ব্যুরো, পাংশা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তন কক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত অতিথিরা পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ও ৭ই মার্চকে কেন্দ্র করে আলোচনা করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ জাতির পিতার জীবন, দর্শণ, সংগ্রাম তুলে ধরেন।
এদিকে দুপুরে পাংশা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে পাংশা মডেল থানার উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতি চারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যাদি উপস্থাপন করা হয়।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পূস্পস্তবক দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share