পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু ফের আদালতের নির্দেশে জেল হাজতে গেছেন। তার স্ত্রী ফাতেমা আক্তারের দায়ের করা একটি মামলায় পটুয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে এই মামলার দ্বিতীয় আসামী শিমুর বাবা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা (৬০)কে জামিন দিয়েছে আদালত। শিমু কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
উল্লেখ্য ইতোপূর্বে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান মশিউর রহমান শিমু স্বস্ত্রীক হাজতবাস করেছেন। আলোচিত এই চেয়ারম্যানের একাধিক স্ত্রী রয়েছে। ফাতেমা আক্তার জানুয়ারি মাসে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।