হোয়াটসঅ্যাপ অবশেষে পিছু হটল। তাদের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে প্রবল বিতর্কের বিষয়টি মাথায় রেখে জানিয়ে দেওয়া হল, প্রাইভেসি আপডেটের বিষয়টি আপাতত স্থগিত রাখা হচ্ছে।
সংবাদ মাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, ইউজারদের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি না থাকে, সেজন্য তারা তাঁদের আরও বেশি সময় দিতে চায়।
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দাবি করছে, তথ্যসুরক্ষার বিষয়ে ছড়িয়ে পড়া নানা গুজবের ফলে ইউজাররা উদ্বিগ্ন হচ্ছেন । সেই কারণেই এই সিদ্ধান্ত নিল তারা।
এদিকে ফেসবুকের মালিকানাধীন সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে সবাইকে পলিসি আপডেটের বিষয়ে সম্মতি দিতে বলা হয়েছিল তা বাতিল করা হল।
জানা যায়, পূর্ব ঘোষণামতো ৮ ফেব্রুয়ারি কারও অ্যাকাউন্টই ডিলিট করা হবে না। আপাতত হোয়াটসঅ্যাপ সমস্ত ইউজারদের ভুল ধারণাকে ভাঙানোর লক্ষ্যেই এগোবে।