সাভার প্রতিনিধি ইব্রাহিম খলিল
সাভার সদ্যঘোষিত সংসদীয় আসনে খসড়া পুনঃবিন্যাসে বনগাঁও ইউনিয়ন ঢাকা-১৯ থেকে ঢাকা-২ এ অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বনগাঁও ইউনিয়নবাসী। রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এ মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এসময় মানববন্ধনে কয়েক’শ এলাকাবাসী অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তারা জানান আমরা সাভার থানার বাসিন্দা ,আমরা সাভার থানায় থাকতে চাই। আমাদের বনগাঁও ইউনিয়ন ঢাকা-১৯ থেকে কেটে সুদুর কেরানীগঞ্জ নিয়েছে। সেজন্য আমরা আর্ত সামাজিক ভাবে এবং নেতৃত্বের ক্ষেত্রে বঞ্চনার শিকার হবো।সেজন্য আমরা বনগাঁও ইউনিয়নকে ঢাকা-১৯ এ রাখার জোরদার দাবী জানাই।
এসময় দলমত নির্বিশেষে বনগাঁও ইউনিয়নের সকল দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।