

সাভারের ব্যাংকটাউন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় ৭ বছরের একটি শিশু দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বুধবার সকালে পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শিশুটির বাবা মো: মহিউদ্দিন জানান, ব্যাংকটাউন মহল্লার ১০ নং সড়কের ৬ তলা ভবনের ৩ তলার বারান্দায় সকালে খেলা করছিল তার ৭ বছরের ছেলে সুলতান মাহমুদ সরদার।
এ সময় ভবনের পাশে থাকা বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সফরমারে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুন বারান্দায় থাকা শিশু মাহমুদকে ভস্মীভূত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আগুনে তার শরীরের ত্রিশ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন বলে তিনি জানান।
শিশু মাহমুদ সাভারের একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।