January 17, 2026, 3:37 pm
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে পুলিশের  সার্জেন্টের বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

রাজশাহী ব্যুরো 298
নিউজ আপঃ Friday, January 7, 2022

রাজশাহীতে এক গৃহকর্মীকে  মিথ্যা মামলায় ফাঁসানোসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহকর্মী আজ ৭ জানুয়ারি নির্যাতনকারী আরএমপি পুলিশের সার্জেন্ট এস এম মাহমুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঐ গৃহকর্মীর নাম সাজেদা। সে শিরোইল মোল্লা মিল এলাকার আলমগীরের স্ত্রী।
ভুক্তভোগী ও প্রত্যাক্ষদোষীরা জানায়, দীর্ঘ ১৫ বছর যাবৎ বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন সাজেদা। সাজেদা এর মধ্যে দীর্ঘ ৫ বছর যাবৎ সার্জেন্ট মাহমুদের নানী শাশুড়ী বাড়িতে কাজ করছেন। নানী শাশুড়ীর অনুরোধে সার্জেন্টের বাসায় কয়েকদিনের জন্য কাজ করতে যায় সাজেদা। সার্জেন্টের বাসায় গত ১-১-২২ ইং তারিখ থেকে ৩-১-২২ ইং তারিখ পর্যন্ত কাজ করেন সাজেদা। এরপর সার্জেন্ট মাহমুদ ২৪ ঘন্টা তার বাসায় থেকে কাজ করার জন্য বলেন। তিনি কাজ করবেন না বলে অপারগতা প্রকাশ করলে তাকে নানাভাবে হয়রানি ও হুমকি ধামকিসহ নির্যাতন করা শুরু করেন।  তিনি বলেন অন্য কারো বাসায় আপনি কাজ করতে পারবেন না। হয় আমার বাসায় কাজ করবেন না হয় জেলে যাবেন।
গত ৬ জানুয়ারি কাজের মেয়ে সাজেদা ভাড়া বাসায় পুলিশ পাঠায় সার্জেন্ট মাহমুদ। সেখানে সার্জেন্ট মাহমুদ বলেন, সাজেদা তার বাসার সোনা চুরি করে নিয়ে এসেছে। পরে ভুক্তভোগীর (সাজেদা) ফোনে ফোন দিয়ে মাহমুদ বলেন আমার বাসায় কাজ না করলে চুরির মামলা দিয়ে জেলে পাঠিয়ে ১০ দিন হলেও জেল খাটাবো। পরে আমিই জেল থেকে বের করবো। তবুও আমার বাসায় কাজ করতে হবে মর্মে হুমকি দেন।
ভুক্তভোগী সাজেদা সাংবাদিকদের বলেন, আমাকে নানা ভাবে সার্জেন্ট মাহমুদ হুমকি ও ভয়ভিতিসহ মিথ্যা মামলায় ফাঁসানো চেষ্টা করছেন। এমনকি গতকাল ৬ জানুয়ারি আমার বাসায় পুলিশ নিয়ে গিয়ে হুমকি দিয়েছে। এ বিষয়ে আমি আজ ৭ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দিয়েছি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এখানে উল্লেখ্য যে, ইতিপূর্বেও মাহমুদের বাসায় কর্মরত গৃহকর্মীকেও চুরি অপবাদ দেওয়া হয়েছিলো।  চুরি অপবাদ দেওয়ার কারণে তার বাসায় কোন গৃহকর্মী কাজ করতে চায় না।
কথা বলতে সার্জেন্ট মাহমুদকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share