স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম খৈয়াগাও গ্রামের বারেকের ছেলে মঈন তার কয়েকজন বন্ধু নিয়ে মাসাখোলা গ্রামের বেড়ানোর উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫ টার দিকে পূর্ব দেউলভোগ খেলার মাঠের পাশে পাকা রাস্তায় পৌছামাত্র পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব দেউলভোগ গ্রামের শামসুর ছেলে মনির, আওলাদ, আসলাম, ইকবাল, রফিক চৌকিদারের ছেলে খোরশেদ, আরশাদসহ একই এলাকার উজ্জল, রুবেল, সাগরসহ আরো ১৫/২০ জনের একটি দল হাতে দা, টেটা, জুইতা, লাঠি সোঠা নিয়ে ডাকাত ডাকাত বলে মঈনদের উপর আক্রমন করে এবং তাদের এলোপাথারীভাবে মারপিট করে গুরুত্বর জখম করে।
জখমীদের ডাকচিৎকারে মঈনের আত্মীয় রফিকের ছেলে সুমন, রাজনসহ শহিদুল, মহসিন, বিল্লাল গন এগিয়ে আসলে তাদেরকেও দা, টেটা দিয়ে আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর কাটা জখম করে।
আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মনিরগং জখমীদের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।