ভয়াবহ করোনা মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল ১২.৩০মিনিট থেকে দুপুর ১.৩০মিনিট পর্যন্ত উপজেলার সদর রোডে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় লকডাউন অমান্য করায় সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ধারা লংঘনে ২৪/২ ধারায় ১৮টি মামলা দেয়া হয়। সব মিলিয়ে ১৮ টি মামলায় মোট সাতশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা পরিস্থিতির ভয়াবহতায় সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। তাই এ সময় জরুরি না হলে সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন তিনি।