মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্ত্রীর মামলায় গিয়াস উদ্দীন নামে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে।
উপজেলার হরষপুর রেলষ্টেশন হতে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাড়ির এস আই মোজাম্মেল হক ও তার সংগীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, ২০১৪ সালের স্ত্রীর যৌতুকের মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলার হরষপুর রেলষ্টেশন হতে সে উপজেলার হাপানিয়া গ্রামের কাজী দিয়ারিশ মিয়ার ছেলে। তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।