মাধবপুরে ৪০০ বোতল ফেন্সীডিল ও কারসহ আটক ২ মাদক ব্যবসায়ী।
মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে একটি প্রাইভেট কার ও ৪শত বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৪ নভেম্বর রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফার নেতৃত্বে এস আই রাকিবুল হাসান সহ পুলিশ তেলিয়াপাড়া রেলষ্টেশনে একটি প্রাইভেট কারের গতি রোধ করে তাল্লাশি চালিয়ে ৪শত বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, নরসিংদী থানার ২৫৩ সাটিরপাড়া এলাকার আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৩) ও একই থানার আব্দুল মোতালেবের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) ।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।