মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআইসহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সুরমা চা-বাগান এলাকায় চেকপোস্ট বসালে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা চেকপোস্টে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী দুই ডাকাতকে পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
আটককৃতরা হলো- নরসিংদীর বাসিন্দা আব্দুস সোবহান সুমন ও বাইজিদ মিয়া।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্নিগ্ধ জ্যোতি চৌধুরী জানান, আহত তিন পুলিশ সদস্যের মধ্যে রুহুল আমিন নামে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।