মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন বৃহস্পতিবার (২৫ জুলাই)অনুষ্টিত হয়েছে৷আন্দিউড়া উপনির্বাচনে চশমা প্রতীক (প্রাপ্ত ভোট ২৬০০) পেয়ে মোস্তাক আহমেদ খান হেলাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে৷
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (অটোরিক্সা) নেপাল চন্দ্র দাশ ২১১৭ পান।(নৌকা প্রতীক)সমসু মিয়া ১৮৬৫,(আনারস)মিজানুর রহমান ১৭০৯,(ঘোড়া) চৌধুরী ফজলে ইমাম সুমন ১৫১৪,(লাঙ্গল)ফকির কাউসার আহমেদ ৩৭১পেয়েছে৷
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান ভোটের ফলাফল ঘোষনা করেন৷তিনি বলেন,সবাই অংশগ্রহনে ভোটগ্রহণের কোন অসুবিধা হয়নি।
পরে বিজয়ী চেয়ারম্যান মোস্তাক আহমেদ হেলালের হাতে ফলা ফল তুলে দেন নির্বাচন অফিসার মনিরুজ্জামান।এসময় উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, সহকারী কমিশনার ভুমি মতিউর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।