বিড়ল রোগে আক্রান্ত শিশু আরিফার পাশে আর্থিক সহায়তা নিয়ে দাড়িছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ’র আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। গত সোমবার শেষ বিকালে উপজেলার লতাচাপলি ইউনিয়নের তাজেপাড়া গ্রামে ওই শিশুর আশ্রিত বাড়িতে গিয়ে তিনি এ সহায়তা পৌছে দেন।
এসময় জেলে কন্যা আরিফার পরিবারকে একটি ঘর এবং জমি দেয়ার প্রতিশ্রæতি দেন সাংসদ মহিবের সহধর্মীনি ফাতেমা। জন্মের পর থেকেই দেহের অবিছিদ্য অংশ মাথা অস্বাভাবিক আকারে বড়ো থাকে। এখন প্রায় ১০ কেজি ওজনের মাথা নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরিফা। একমাত্র আদুরে কন্যার চিকিৎসা ব্যয়ে ভিটামাটি বিক্রি করে বর্তমানে অন্যের বাড়িতে আশ্রিত এ পরিবারটি।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি বাবু উত্তম কুমার হাওলাদার, অর্থ সম্পাদক ফরাজী মোহাম্মদ ইমরান ও কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।