

সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড রাজাশনের বর্তমান কাউন্সিলর হাজী মোঃ সেলিম মিয়া পুনরায় নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেন প্রস্তুতিমূলক সভায় এলাকার মুরুব্বি এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবী সহ সকলকে নিয়ে এক মতবিনিময় সভা করেন উক্ত বিনিময় সভায় মুরুব্বী ও পেশাজীবী প্রত্যেকে বক্তব্য রাখেন এবং প্রত্যেকে দাবি আমরা পুনরায় মোঃ সেলিম মিয়াকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই।
উক্ত সভায় হাজী মোঃ সেলিম মিয়া তার বক্তব্য বলেন আমি আপনাদের কারো সন্তান কারো ভাগিনা কারো ভাই আমি অতীতে যেভাবে আপনাদের সাথে ছিলাম বর্তমানে যেভাবে আছি ভবিষ্যতেও থাকবো। এলাকার উন্নয়নের জন্য কাজ করব। আপনারা আমাকে যদি নির্বাচিত করেন আমি চাইবো এলাকা উন্নতির জন্য আপনাদের পাশে থাকবো। মাদক ও বিভিন্ন অসামাজিক কাজের জন্য আমি যুদ্ধ ঘোষণা করেছি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছি এবং রাখার চেষ্টা করবো। আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সহযোগিতা করেন।।