November 11, 2025, 7:31 am
Logo
শিরোনামঃ
শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা সাভারে দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি সাভারে যুবদল নেতার উপর হামলা, আহত তিন 
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দিনাজপুরে নতুন করে ১৫ জন সহ মোট ৩৩৮ করোনা রোগী শনাক্ত, সুস্থ ১০১জন ,মৃত্যু বরন করেছেন ৫ জন

প্রতিবেদকের নাম 481
নিউজ আপঃ Wednesday, June 10, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলায় নতুন আরও ১৫ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ ফলাফল এসেছে।

এই নিয়ে দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ৩২৩+১৫ (বর্তমানে) = ৩৩৮ জন এর মধ্যে ২৪১ জন পুরুষ ও ৮২ জন মহিলা এবং ১৫ জন শিশু।

মঙ্গলবার রাত ৮ টায় সিভিল সাজর্ন মোঃ আব্দুল কুদ্দুছ অফিসের তথ্য অনুসারে এই ১৫ জনের মধ্যে দিনাজপুর সদরে ৩ জন এর মধ্যে পৌর এলাকা ৫নং নিউটাউন ১ জন মহিলা (১৭) ও ১জন শিশু মেয়ে (২), আর সদরের গোয়লহাটি এলাকায় ১ জন পুরুষ (২৪), পার্বতীপুর উপজেলায় ৩ জন , চিরিরবন্দর উপজেলায় ৭ জন, খানসামা উপজেলায় ১ জন মহিলা (৪৫) এবং ফুলবাড়ী উপজেলায় ১ জন মহিলা (৩৫) করোনা আক্রান্ত

বর্তমানে ১৯৯ জন হোম আইসোলেশনে এবং ২৭ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও হাসপাতালে ভর্তি ৬ জন রয়েছে। মৃত্যু বরন করেছেন ৫ জন।

বর্তমানে মোট ১০১ জন সুস্থ হয়েছেন তার মধ্যে সদরে-২৪ জন, খানসামা-২ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ-১১ জন, পার্বতীপুর-১১ জন, কাহারোল-৭ জন, হাকিমপুর-২ জন, বোঁচাগঞ্জে-৫ জন, ঘোড়াঘাট-৪ জন, বিরামপুর-৩ জন, বিরল-২০ জন, চিরিরবন্দর-১ জন এবং বীরগঞ্জ-১০ জন।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা ১৭৯টি পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১২০ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ১৫ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ, এবং বাকী ১০৫ টির ফলাফল নেগেটিভ।

অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৪৬০৬ টি আর অদ্যবধি ফলাফল এসেছে ৪২৪৭ টি নমুনার।

সর্ব মোট ৩৩৮ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে (দিনাজপুর সদর-১০৪ জন, কাহারোল-১৩ জন, বোঁচাগঞ্জ-১০ জন, ফুলবাড়ী-১১ জন, পার্বতীপুর-২৮ জন, নবাবগঞ্জ-২১ জন, ঘোড়াঘাট-২৬ জন, হাকিমপুর-৪ জন, চিরিরবন্দর-২৮ জন, বিরল-৩৩ জন, বিরামপুর-৩১ জন, বীরগঞ্জ-১৭ জন ও খানাসামা-১২ জন) মোট ১৩টি উপজেলায়।

গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১০৪ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের এ আছেন ২৫২১ জন।

উল্লেখ্য গতকাল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে চার জেলার সর্বমোট ১৮৮টি নমুনার ফলাফল হয়েছে তার মধ্যে ৩৪ টি পজিটিভ, এবং ২টি ইনভেলিড বাকী ১৫২টি ফলাফল নেগেটিভ এসেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share