পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় অসহায় হতদরিদ্র দুই শতাধিক জেলে পরিবারের মাঝে কম্বল বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোজেক্ট ও ফেসবুক ভিত্তিক সংগঠন কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব।
শনিবার বেলা এগারোটায় পাখিমারা বাজারে এসব কম্বল বিতরন করা হয়। এসময় বক্তব্য রাখেন গ্রাজুয়েট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশন এর সিনিয়র রিপোটার মহিবুল্লাহ মহিব, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রহমান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েলসহ কর্মরত গনমাধ্যম কর্মীরা।
বাংলাদেশের পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠির পাশে দাড়াতে নিউইয়র্কের হন্টার কলেজের তিনজন ছাত্র আসহাবুল ইয়ামীন, তাহমিদ জাওয়াদ এবং নাফিউল বারি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোজেক্ট। প্রতিবছরই তারা অহসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ান। এরই ধারাবাহিকতায় জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।