January 30, 2026, 4:22 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি 1
নিউজ আপঃ Friday, January 30, 2026

স্টাফ রিপোর্টার | সাভার

সাভারে জাবাল-ই-নূর মডেল মাদ্রাসার ১২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং নতুন বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে সাভারের রাজাসন সুফিয়া বেকারীর মোড়ে অবস্থিত জাবাল-ই-নূর মডেল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মজিদ, জেলা শিক্ষা অফিসার ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ তৌহিদ হোসেন, অধ্যক্ষ, সাভার মডেল কলেজ ও ভাইস চেয়ারম্যান, জাবাল-ই-নূর ফাউন্ডেশন| ড. মাওলানা মোঃ খলিলুর রহমান, সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, ঢাকা জেলা| হাজী মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী|

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক, চেয়ারম্যান, জাবাল-ই-নূর ফাউন্ডেশন। তিনি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও গুণী শিক্ষক হিসেবে সুপরিচিত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নূর হোসাইন মমিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ বলেন, “মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র ছিলাম। সেই শিক্ষা ও আদর্শ নিয়েই আজ আমি ঢাকা জেলার শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি।”

তিনি জাবাল-ই-নূর মডেল মাদ্রাসার সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে নতুন বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধনের মাধ্যমে এলাকায় মানসম্মত ও নিরাপদ মাদ্রাসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share