সোনাই নিউজ:বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্ত রেখায় অবস্থান করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে । তবে বিএসএফ যেন পুশ ব্যাক না করতে পারে সেজন্যে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্তের কাটাতারের বেড়ার গেট দিয়ে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৩১ জন রোহিঙ্গার মধ্যে ৬জন নারী, ৮জন পুরুষ এবং ১৭ জন শিশু রয়েছে। তারা দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
রোহিঙ্গারা দুই দেশের শূন্য রেখার অবস্থান সম্পর্কে ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: শফিক সাংবাদিকদের জানান, বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করে সীমান্তের শূণ্যরেখায় অবস্থানকর দের ব্যাপারে সির্দ্বান্ত নেয়া হবে।