January 14, 2026, 7:43 pm
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারের রেকর্ডীয় সম্পত্তির মধ্যে দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 232
নিউজ আপঃ Tuesday, January 25, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় সংখ্যলঘু এক রাখাইন পরিবারের রেকর্ডীয় জমির মধ্যদিয়ে মাটি খননসহ রাস্তা নির্মান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাওয়ান মাতুব্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ৭নং জে.এল বাদুরতলী মৌজায় এস.এ ৪নং খতিয়ানে তাওয়ান মাতুব্বরের রেকর্ডীয় ও ওয়ারিশপ্রাপ্ত সম্পত্তির মধ্যে দিয়ে বহুবছর পূর্বে  এলজিইডি কর্তৃপক্ষ আকাবাকা রাস্তা নির্মাণ করে। এবং রাস্তার একপার্শে¦ সরকারি খাল ও অন্য পাশে ওই পরিবারটির  ফসলী জমি রয়েছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত৪/৫ দিন যাবৎ তিনি বাড়িতে না থাকায় অন্যায় ভাবে তার জমির মধ্যে নতুন করে প্রবেশ করা হয়েছে। এমনকি এলজিইডি অফিসের কর্মকর্তাদের একটা শ্রেনী ভুল বুঝিয়ে বাদুরতলী রুস্তম আলীর বাড়ী থেকে আমজেদ হাওলাদার বাড়ি মসজিদ পর্যন্ত নতুন করে রাস্তা নির্মান করা হচ্ছে এতে রেকর্ডীয় ও ওয়ারিশ প্রাপ্ত জমির মধ্যে ফের প্রবেশ করে কৃষি জমি নস্ট করা হয়েছে । বর্তমানে খননকৃত স্থানে বালু ভরাট করে রাস্তা নির্মাণের জন্য প্রস্ততি চলছে । ফলে নতুন করে তার পরিবারের জমির ক্ষতির হাত থেকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোহর আলী জানান, ওইখানে রাস্তা নির্মাণ করা হচ্ছে এটা সঠিক। তবে কারো ক্ষতি করে রাস্তা নির্মান করা হচ্ছে কিনা আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখবো। কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share