পটুয়াখালীর কলাপাড়ায় দশম শ্রেণিতে পড়–য়া এক কিশোরীকে অপহরনের দুই দিন পরতথ্যপ্রযুক্তির সাহায্যে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়াথানায় একটি অপহরন মামলা দায়ের করলে শনিবার ভোররাতে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা থেকেতাকে উদ্ধার করা হয়। এসময় প্রধান অভিযুক্ত সৌরভ মাদবরকে (২২) গ্রেফতার করে পুলিশ। পরেসৌরভের দেয়া তথ্যানুযায়ী অপহরনে সহায়তাকারী ও ভ‚য়া কাজী মোতালেব হোসেনকে (৩৮)উপজেলার ধানখালী থেকে আজ দুপুরে গ্রেফতার করা হয়। কলাপাড়া থানার ওসি খন্দকারমোস্তাফিজুর রহমান জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ছেলে মেয়ে দুজনার মধ্যে প্রেমেরসম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে বিয়ের প্রস্ত্রাব দিলে কিশোরী রাজী না হওয়ায় ২৯ এপ্রিল পৌরশহরের রহমতপুর থেকে তাকে জোরপূর্বক অপহরন করে সৌরভ ও তার সহযোগীরা। মামলার পরতথ্যপ্রযুক্তির সাহায্যে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরোজানান, অপহরনে সহায়তাকারী ভুয়া কাজী মোতালেব দীর্ঘদিন যাবৎ বিয়ের ভুয়া কাগজপত্র তৈরিকরে আসছিলো। আটকের পর বেশকিছু ভুয়া কাগজ উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণকরা হয়েছে। এছাড়া কিশোরীকে অপহরনের পর ধর্ষন করা হয়েছে কিনা তা জানতে তাকেমেডিকেলে পাঠানো হবে বলেও জানান তিনি।