আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ-রাজবাড়ীর দৌলতদিয়ায় আজ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি। বর্তমান দেশে ব্যপক হারে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় এমন সিন্ধান্ত নিল ঘাট কর্তপক্ষ। তাই করোনা সংক্রমন এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া সাময়িক ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
আজ সকলে ঈদে ঘরে ফেরা যাত্রীরা রাজধানী হতে পাটুরিয়া ঘাটে আসে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা সব কটি ফেরি ছিল যাত্রী বুঝাই,সেখানে সবাই গাদাগাদি হয়ে পার হচ্ছে আর সামাজিক দুরত্ব তো মানাই হচ্ছে না। এতে সবাই করোনার ঝুকিতে বাড়ি ফিরছে। সারা দেশে করোনার ব্যপক বিস্তার হতে পারে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় পদ্মা দু পারে শতশত মালবাহী গাড়ি আটকা পরে, যাতে করে চাপ সামাল দিতে প্রশাসনের অনেক টা বেগ পেতে হয়। তবে আশার কথা হলো ফেরি চলাচল বন্ধ হওয়ার পর পর ই যাত্রী সাধারণের চাপ কমতে থাকে। তবে ভোগান্তিতে পরে মালবাহী গাড়ি।