July 2, 2025, 9:53 am
Logo
শিরোনামঃ
অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট জনগণের আশা পূরণ করবে: আমান উল্লাহ আমান সাভার পৌরসভার একমাত্র কুরবানির পশুর হাট উদ্বোধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আরিফ চৌধুরীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক অস্বীকার করেছেন জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা।

প্রতিবেদকের নাম 459
নিউজ আপঃ Sunday, July 12, 2020

নিজস্ব প্রতিনিধি: করোনার ভুয়া certificate কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া JKG হাসপাতালের প্রধান নির্বাহী (CEO) আরিফ চৌধুরীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক অস্বীকার করেছেন জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা।
এদিকে রোববার (১২ জুলাই) ডা. সাবরিনাকে পুলিশের তেজগাঁও DC কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরিফ চৌধুরীর সঙ্গে সম্পর্ক না থাকলে তাহলে তার প্রতিষ্ঠানে কেন গেলেন বা কেন কাজ করছেন এমন প্রশ্নের জবাবে ডা. সাবরিনা বলেন, JKG এর স্বাস্থ্যকর্মীদের তিনি ট্রেনিং দিতেন এবং ট্রেনিং সেন্টার পর্যন্ত যেতেন JKG এর চেয়ারম্যান নন বলেও তিনি দাবি করেন।
 ডা. সাবরিনা বলেন জেকেজির CEO আরিফ চৌধুরী এ মুহূর্তে তার স্বামী না। তারা আলাদা থাকছেন। ডিভোর্স লেটার পাঠিয়েছেন। আরও দুই মাস বাকি আছে (ডিভোর্স কার্যকর হতে)।
শনিবার (১১ জুলাই) তার দেয়া সাক্ষাৎকারে ডা. সাবরিনা এসব কথা বলেন। সাবরিনা বলেন, JKG এর প্রতারণার বিষয়ে তিনি আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছিলেন।
তবে ডা. সাবরিনা চেয়ারম্যান নন দাবি করলেও পুলিশ বলছে, তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন গ্রেফতার হওয়া তার স্বামী আরিফুল। শিগগিরই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তারা।
সাবরিনা-জেকেজি কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের press বিজ্ঞপ্তি করোনা পরীক্ষার মনগড়া report দেয়া নিয়ে এখন আলোচনায় JKG HEALTH CARE এর চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। অপকর্মের অভিযোগে প্রতিষ্ঠানের সিইও, তার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জন কারাগারে।
সাবরিনা আরিফ বলেন, জেকেজির চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং এটা Oval কোম্পানির একটি অঙ্গসংগঠন। Oval Group  ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। যেখানকার মালিক হচ্ছেন আরিফুর রহমান।
প্রায় ৩ মাস ধরে নমুনা সংগ্রহের নামে যে প্রতারণা করেছে JKG, সে কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন সাবরিনাও। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন। তবে এখন কেন পদ-পদবীর কথা অস্বীকার করছেন?
সাবরিনা এ বিষয়ে বলেন, আমি ওনাকে কাজ পাইয়ে দিয়েছি, দিতাম এটা পুরোপুরি মিথ্যে কথা। এখন অভিযোগ প্রমাণ হোক। SP হারুন বলেন, সাবরিনার কথা ও এসেছে। আমরা যখন এমডিকে জিজ্ঞাসা করেছি তখন সে বলেছে, চেয়ারম্যান আমার স্ত্রী।
পুলিশ বলছে, জেকেজির প্রতারণা থেকে সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share